Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন পরিচিতি

৬নং জাহানপুর ইউনিয়ন পরিষদ।

ডাকঘর: মংগলবাড়ী, উপজেলা: ধামইরহাট, জেলা: নওগাঁ।

এক নজরে:

ক) নাম- ৬নং জাহানপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন- ৩৪.৫৭ বর্গ কি: মি:।

গ) লোক সংখ্যা- ২৫,৭৭১ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)।

ঘ) গ্রামের সংখ্যা- ১৭টি।

ঙ) মৌজার সংখ্যা- ১০টি।

চ) হাট/বাজার সংখ্যা- ৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- বাস, আটোরিক্সা, ভ্যান রিক্সা।

জ) শিক্ষার হার- ৫০.০১% (২০১১ সালের এর জরীপ অনুযায়ী)।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৯টি।

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-০৬।

    উচ্চ বিদ্যালয়- ৫টি।

    মাদ্রাসা- ৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান এর নাম- মো: ওসমান আলী।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান- হরগৌরি গরুর স্তম্ভ(ভীমের প্যান্টি)।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল- ১৯৬৪ সাল।

ড) নব গঠিত পরিষদের বিবরণ-

    ১) শপথ গ্রহনের তারিখ- ১৬/০৮/২০১১ইং

    ২) প্রথম সভার তারিখ- ২১/০৮/২০১১ইং

    ৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ- ২১/০৮/২০১৬ইং

ঢ) গ্রামসমূহের নাম ও লোকসংখ্যা:

    ১)মুকুন্দপুর-২৮১১জন, ২)উত্তর জাহানপুর-৩৫২৪জন, ৩)কাজীপাড়া-৫৬৩জন, ৪)ধানগোলা-৩৫১জন, ৫)কোতরাপাড়া-১৩৫৫জন, ৬)বড়শিবপুর-২৭৮৭জন, ৭)বিকন্দখাস-১৭১১জন, ৮)দক্ষিন জাহানপুর-২৪৩৪জন, ৯)কোকিল-১১৪০জন, ১০)শল্পী কলোনী-৯০১জন, ১১)নানাইচ-২৩০৭জন, ১২)পূর্বচকপ্রসাদ-৩৮৭জন, ১৩)সাহাপুর-২৩৭৭জন, ১৪)সেকপাড়া-১৬৭, ১৫)উত্তর নানাইচ-৩২১জন, ১৬)বেগুনবাড়ী-২০৩৭, ১৭)ভাতকুন্ডু-৫৪৮জন।

ণ) ইউনিয়ন পরিষদ জনবল-

    ১) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩জন।

    ২) ইউনিয়ন পরিষদ সচিব- ০১জন।

    ৩) গ্রাম পুলিশ- ১০জন।