বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের দারিদ্র ও অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্য সরকার বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা কর্মসূচি পরিচালনা করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে ভাতা প্রাপ্ত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের প্রতিমাসে ১৫০ টাকা করে ভাতা দেওয়া হয়।
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা পাবার জন্য প্রার্থীর অযোগ্যতা
· যিনি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী।
· যিনি উত্তরাধিকার সূত্রে পেনশনের সুবিধা পেয়ে থাকেন।
· যিনি দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী।
· যিনি অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদান পেয়ে থাকেন।
· যিনি কোন বেসরকারি সংস্থা/সমাজ কল্যাণমূলক অনুদান পেয়ে থাকেন।
· যিনি শহর ও পৌর এলাকার বাসিন্দা।
· যিনি পেশাগতক্ষেত্রে দিনমজুর, ঝি-এর কাজ করেন এবং ভবঘুরে।
· যিনি বয়স্ক ভাতা গ্রহীতা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS