Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শ্রী শ্রী হরগৌরী মন্দির ও ভীমের স্তম্ভ।
Location
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ কি.মি দক্ষিন দিকে হরগৌরি মন্দির এবং মন্দিরে এই স্তম্ভটি অবস্থিত।
Transportation
মংগলবাড়ী বাজার হইতে ১কি.মি দক্ষিন দিকে ভ্যান, অটো র্চাজার যেতে হবে।
Details

রাজা লক্ষন সেনের শাসন আমলে স্থাপিত। রাজা লক্ষন সেনের মন্ত্রী গুরব মিশ্র স্থানীয় কৈর্বত রাজাকে যু্দ্ধে পরাজিত করে বিজয় স্তম্ভ হিসেবে এটি প্রতিষ্ঠা করেন। ভিমের পান্টির পার্শ্ববর্তী হরগৌরী মন্দিরটি সেই সময়ই মন্ত্রী গুরব মিশ্র কর্তৃক প্রতিষ্ঠা হয়।